Ajker Patrika
হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

বাংলাদেশে চীনা কমলা রপ্তানি, এক মাসেই ভুটানের আয় ২৪ লাখ ডলার

বাংলাদেশে চীনা কমলা রপ্তানি, এক মাসেই ভুটানের আয় ২৪ লাখ ডলার
ভুটানের ম্যান্ডারিন রপ্তানির প্রধান বাজার ভারত ও বাংলাদেশ। ছবি: সংগৃহীত

গত ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে ম্যান্ডারিন বা চীনা কমলা রপ্তানির মৌসুম। ভুটান এরই মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৭০৩ বাক্স কমলা বাংলাদেশে রপ্তানি করেছে। এ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৩ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার আয় করেছে দেশটি।

ভুটানের কৃষি বিপণন ও সমবায় বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ জন রপ্তানিকারক পাঁচটি প্রধান গেটওয়ে—গেলেপু, সামদ্রুপজংখার, সামটসে, ফুয়েনশোলিং এবং নংগলাম—ব্যবহার করে এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন। এ মৌসুমে মোট ৫২৫টি ট্রাক ব্যবহার করা হয়েছে।

গেলেপু রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে, যেখানে ১ লাখ ৭ হাজার ৯৪৩ বাক্স ম্যান্ডারিন রপ্তানি করে ১৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার আয় হয়েছে। এই গেটওয়েতে ১৫ জন রপ্তানিকারক ৩০৩টি ট্রাক ব্যবহার করেছেন। সামদ্রুপজংখার ২৩ হাজার ৯২৯ বাক্স রপ্তানি করে ৩ লাখ ২ হাজার মার্কিন ডলার আয় করেছে। সামটসে ২২ হাজার ৪৬০ বাক্স রপ্তানি করে ২ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার আয় করেছে, যেখানে তিনজন রপ্তানিকারক জড়িত।

নংগলাম গেটওয়ে ৪৭টি ট্রাক ব্যবহার করে ১৬ হাজার ২৪১ বাক্স রপ্তানি করেছে এবং ফুয়েনশোলিং ১৫ হাজার ১৩০ বাক্স রপ্তানি করেছে। এই দুটি গেটওয়েতে যথাক্রমে দুইজন করে রপ্তানিকারক কাজ করছেন।

রপ্তানিকারকেরা বড় ম্যান্ডারিন (মিল) প্রতি বাক্স ১ হাজার ৪০০ নু (ভুটানি মুদ্রা যা বাংলাদেশি টাকার প্রায় সমান) এবং ছোট ম্যান্ডারিন (কিল) প্রতি বাক্স ১ হাজার ২০০ নু করে বিক্রি করছেন। বাংলাদেশে এসব ম্যান্ডারিনের মূল্য বেড়ে দাঁড়ায় যথাক্রমে প্রতি বাক্স ১৫ ডলার এবং ১২ ডলার।

কমলা উৎপাদন ও রপ্তানিতে ভুটান সরকার নানাভাবে প্রণোদনা দিচ্ছে। এর মধ্যে ভুটান–ভারত সীমান্ত গেটের কাছে রপ্তানি ডিপো নির্মাণ, তহবিল সরবরাহ, রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যপ্রাণী প্রবেশ রোধে পরিখা খনন ও রাস্তার ধুলি কমাতে পানির ট্যাংকের ব্যবস্থা করা অন্যতম।

ভুটান সরকারের বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ অনুসারে, দেশটি প্রতি বছর ১৩ কোটি ৩৮ লাখ ২ হাজার ৭৮৮ কেজি ম্যান্ডারিন রপ্তানি করে ৫০ দশমিক ৮৫৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।

প্রধানত বাংলাদেশ এবং ভারতে রপ্তানির জন্য ভুটানে ম্যান্ডারিন উৎপাদিত হয়। ২০২৩ সালে ভুটান প্রায় ২১ হাজার ১৭০ টন ম্যান্ডারিন উৎপাদন করেছে, যেখানে ২০২২ সালে ছিল মাত্র ২ হাজার ৭০৩ টন।

ভুটানের প্রায় সর্বত্র ম্যান্ডারিন উৎপাদিত হয়। দেশজুড়ে মোট ২৬ হাজার ৯৬৩ জন বাণিজ্যিক উৎপাদক রয়েছেন।

ট্রাম্পের শুল্কের আঘাতে বিপর্যয়ের মুখে বৈশ্বিক ফ্যাশন শিল্প

ট্রাম্পের ট্যারিফ: এক দিনে মার্কিন শেয়ারবাজার হারাল ২.৪ ট্রিলিয়ন, ডলারের ব্যাপক দরপতন

ট্রাম্পের ঘোষণায় পতনের মুখে মার্কিন ক্রিপ্টো শেয়ার

ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস

ট্যারিফ নির্ধারণে ট্রাম্পের গাণিতিক সূত্রের ব্যাখ্যা, ভারতের চেয়ে বাংলাদেশের শুল্ক বেশির কারণ

ট্রাম্পের শুল্কনীতিতে হুমকির মুখে ৩২০০ কোটি ডলারের ভারতীয় গয়না শিল্প

ট্রাম্প আরোপিত শুল্কের সুযোগ নিয়ে মার্কিন তৈরি পোশাকের বাজারে বাংলাদেশকে হটাতে চায় ভারত

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বেজোসকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ ধনী জাকারবার্গ, ২৮-এ নামলেন আদানি

কয়লা আমদানি: চলতি বছর শীর্ষ দেশগুলোতে হ্রাস, বাংলাদেশে উল্লেখযোগ্য বৃদ্ধি