চাকরি ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত ‘ওয়েম্যান’ পদে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত তথ্য, ডকুমেন্ট, সনদ ইত্যাদির সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নিয়োগের পর কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।