এম এম মুজাহিদ উদ্দীন
চলছে অমর একুশে বইমেলা। বইপ্রেমী মানুষদের সবচেয়ে আনন্দের মেলা এটি। ফেব্রুয়ারি মাসজুড়ে চলে এই মেলা। বইমেলায় গেলে জীবনে কী ধরনের উপকার হয়, সেসব নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
জ্ঞান ও পাঠাভ্যাস বৃদ্ধি
বইমেলায় গেলে আপনার বই কেনার আগ্রহ জন্মাবে। ইচ্ছেমতো কিনতে পারবেন বিভিন্ন ধরনের বই। সে বই পড়ার মাধ্যমে গড়ে উঠবে পাঠাভ্যাস আর বৃদ্ধি পাবে জ্ঞান। জ্ঞান ও পাঠাভ্যাস বৃদ্ধি পেলে আপনার জীবনে পরিবর্তনের সূচনা হবে এবং উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন। জীবনে বড় হওয়ার জন্য বই পড়ার বিকল্প নেই। বিশ্বের শীর্ষ ধনীরা সবাই বই পড়েন। বিশ্বের যাঁরা স্মরণীয় তাঁদের সবারই জ্ঞান ও পাঠাভ্যাস ছিল। তাঁরা প্রত্যেকেই জ্ঞান অর্জন করতেন। বই আমাদের জীবনের পরম বন্ধু।
নতুন বই ও লেখকদের সঙ্গে পরিচিত হওয়া
বইমেলা এমন একটা জায়গা, যেখানে গেলে সব ধরনের লেখকের সঙ্গে পরিচিত হওয়া এবং তাঁদের দেখার সুযোগ হয়। এত সহজে সব লেখকের সঙ্গে পরিচিত হওয়ার অন্য কোনো আয়োজন সাধারণত হয় না। বইমেলা থেকে প্রিয় লেখকের বই কিনে সেখানে অটোগ্রাফ নেওয়া যায়। এ ছাড়া তাঁদের সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকে। শুধু তাই নয়, বইমেলায় নতুন-পুরাতন সব রকম বইয়ের সমাহার থাকে। প্রকাশনীভেদে বিভিন্ন স্টল থাকে। তাই ঘুরে ঘুরে বাছাই করে নিজের পছন্দমতো বই কেনার সুযোগ থাকে। এ এক অন্যরকম আনন্দের উৎসব।
সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশ
বইমেলা আমাদের সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে অন্যতম সহায়ক হয়। অমর একুশে বইমেলা মাতৃভাষা বাংলার জন্য ১৯৫২ সালে যে আন্দোলন হয়েছিল, সেই ইতিহাসকে স্মরণ করে হয়। যার ফলে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে পারি। বিভিন্ন স্টলের ডিজাইনেও ভাষা আন্দোলনের চিত্র ফুটে ওঠে। আমরা রুচিশীল ও সৃজনশীল হই।
মানসিক প্রশান্তি ও বিনোদন
বইমেলা অন্যতম মানসিক প্রশান্তি ও বিনোদনের জায়গা। ক্লাস শেষে অথবা অফিস শেষে ক্লান্তি দূর করতে অনেকেই বইমেলায় ঘুরতে আসেন। আবার কেউ কেউ ছুটির দিনে বইমেলায় আসেন। বইমেলার সুন্দর পরিবেশে মানসিক প্রশান্তি হয়, অন্য দিকে বইমেলায় ঘোরার ফলে একধরনের বিনোদনও হয়। সারা দিনের বা সপ্তাহের কর্মক্লান্তি নিমিষে ভুলে যাওয়া যায়। বইমেলায় সাধারণত রুচিশীল মানুষেরা যায়। তাই রুচিশীল মানুষদের সঙ্গে সুন্দর সময় কাটানো নিশ্চয় মানসিক প্রশান্তি দেবে আপনাকে।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানো
বইমেলায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে। বইমেলায় যেহেতু খাবারের স্টলও থাকে, তাই প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে সেসব খাবারও টেস্ট করে দেখার সুযোগ ঘটে। প্রিয়জন, পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বইমেলায় ঘোরার ফলে বইয়ের প্রতি সবার ভালোবাসাও বৃদ্ধি পায়। আর যখনই আপনার পরিবার, প্রিয়জন এবং বন্ধুবান্ধব বইপ্রেমী হবে, তখন আপনার জীবনটাও সুন্দর হবে। আপনি বেড়ে উঠবেন একটা রুচিশীল ও সুস্থ পরিবেশে।
সংগ্রহশালা সমৃদ্ধি করা
অনেকেই বই সংগ্রহ করতে ভালোবাসেন। বইমেলায় যাওয়ার ফলে সেখান থেকে পছন্দের সব বই কিনে নিজের সংগ্রহশালা সমৃদ্ধ করা যায়। সংগ্রহশালা সমৃদ্ধ করলে সেটা যে শুধু আপনিই লাভবান হবেন বা আপনিই বইগুলো পড়বেন, তা নয়; আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবও আপনার কাছ থেকে বই নিয়ে পড়তে পারবে। এমনকি আপনার মৃত্যুর পরও পরবর্তী প্রজন্ম সংগ্রহশালা থেকে বই পড়তে পারবে। একটা সুন্দর, রুচিশীল, উন্নত প্রজন্ম রেখে যেতে পারবেন।
চলছে অমর একুশে বইমেলা। বইপ্রেমী মানুষদের সবচেয়ে আনন্দের মেলা এটি। ফেব্রুয়ারি মাসজুড়ে চলে এই মেলা। বইমেলায় গেলে জীবনে কী ধরনের উপকার হয়, সেসব নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
জ্ঞান ও পাঠাভ্যাস বৃদ্ধি
বইমেলায় গেলে আপনার বই কেনার আগ্রহ জন্মাবে। ইচ্ছেমতো কিনতে পারবেন বিভিন্ন ধরনের বই। সে বই পড়ার মাধ্যমে গড়ে উঠবে পাঠাভ্যাস আর বৃদ্ধি পাবে জ্ঞান। জ্ঞান ও পাঠাভ্যাস বৃদ্ধি পেলে আপনার জীবনে পরিবর্তনের সূচনা হবে এবং উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন। জীবনে বড় হওয়ার জন্য বই পড়ার বিকল্প নেই। বিশ্বের শীর্ষ ধনীরা সবাই বই পড়েন। বিশ্বের যাঁরা স্মরণীয় তাঁদের সবারই জ্ঞান ও পাঠাভ্যাস ছিল। তাঁরা প্রত্যেকেই জ্ঞান অর্জন করতেন। বই আমাদের জীবনের পরম বন্ধু।
নতুন বই ও লেখকদের সঙ্গে পরিচিত হওয়া
বইমেলা এমন একটা জায়গা, যেখানে গেলে সব ধরনের লেখকের সঙ্গে পরিচিত হওয়া এবং তাঁদের দেখার সুযোগ হয়। এত সহজে সব লেখকের সঙ্গে পরিচিত হওয়ার অন্য কোনো আয়োজন সাধারণত হয় না। বইমেলা থেকে প্রিয় লেখকের বই কিনে সেখানে অটোগ্রাফ নেওয়া যায়। এ ছাড়া তাঁদের সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকে। শুধু তাই নয়, বইমেলায় নতুন-পুরাতন সব রকম বইয়ের সমাহার থাকে। প্রকাশনীভেদে বিভিন্ন স্টল থাকে। তাই ঘুরে ঘুরে বাছাই করে নিজের পছন্দমতো বই কেনার সুযোগ থাকে। এ এক অন্যরকম আনন্দের উৎসব।
সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশ
বইমেলা আমাদের সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে অন্যতম সহায়ক হয়। অমর একুশে বইমেলা মাতৃভাষা বাংলার জন্য ১৯৫২ সালে যে আন্দোলন হয়েছিল, সেই ইতিহাসকে স্মরণ করে হয়। যার ফলে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে পারি। বিভিন্ন স্টলের ডিজাইনেও ভাষা আন্দোলনের চিত্র ফুটে ওঠে। আমরা রুচিশীল ও সৃজনশীল হই।
মানসিক প্রশান্তি ও বিনোদন
বইমেলা অন্যতম মানসিক প্রশান্তি ও বিনোদনের জায়গা। ক্লাস শেষে অথবা অফিস শেষে ক্লান্তি দূর করতে অনেকেই বইমেলায় ঘুরতে আসেন। আবার কেউ কেউ ছুটির দিনে বইমেলায় আসেন। বইমেলার সুন্দর পরিবেশে মানসিক প্রশান্তি হয়, অন্য দিকে বইমেলায় ঘোরার ফলে একধরনের বিনোদনও হয়। সারা দিনের বা সপ্তাহের কর্মক্লান্তি নিমিষে ভুলে যাওয়া যায়। বইমেলায় সাধারণত রুচিশীল মানুষেরা যায়। তাই রুচিশীল মানুষদের সঙ্গে সুন্দর সময় কাটানো নিশ্চয় মানসিক প্রশান্তি দেবে আপনাকে।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানো
বইমেলায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে। বইমেলায় যেহেতু খাবারের স্টলও থাকে, তাই প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে সেসব খাবারও টেস্ট করে দেখার সুযোগ ঘটে। প্রিয়জন, পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বইমেলায় ঘোরার ফলে বইয়ের প্রতি সবার ভালোবাসাও বৃদ্ধি পায়। আর যখনই আপনার পরিবার, প্রিয়জন এবং বন্ধুবান্ধব বইপ্রেমী হবে, তখন আপনার জীবনটাও সুন্দর হবে। আপনি বেড়ে উঠবেন একটা রুচিশীল ও সুস্থ পরিবেশে।
সংগ্রহশালা সমৃদ্ধি করা
অনেকেই বই সংগ্রহ করতে ভালোবাসেন। বইমেলায় যাওয়ার ফলে সেখান থেকে পছন্দের সব বই কিনে নিজের সংগ্রহশালা সমৃদ্ধ করা যায়। সংগ্রহশালা সমৃদ্ধ করলে সেটা যে শুধু আপনিই লাভবান হবেন বা আপনিই বইগুলো পড়বেন, তা নয়; আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবও আপনার কাছ থেকে বই নিয়ে পড়তে পারবে। এমনকি আপনার মৃত্যুর পরও পরবর্তী প্রজন্ম সংগ্রহশালা থেকে বই পড়তে পারবে। একটা সুন্দর, রুচিশীল, উন্নত প্রজন্ম রেখে যেতে পারবেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবম ও দশম গ্রেডে মোট ৯০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
৬ দিন আগেজীবনে সফল হতে হলে একটি পরিষ্কার ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্য ছাড়া জীবনে কোনো সঠিক দিকনির্দেশনা পাওয়া যায় না। যেকোনো লক্ষ্য অর্জনের জন্য প্রথমে সেই লক্ষ্যকে মানসিকভাবে গ্রহণ করা এবং তার প্রতি অটুট মনোভাব রাখতে হবে। আপনি যদি নিশ্চিত না হন যে আপনার লক্ষ্য কী, তবে আপনার জীবনও লক্ষ্যহীন
০৬ মার্চ ২০২৫ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) মাল্টিডিসিপ্লিনারি প্রফেশনাল সাবজেক্ট এবং ব্যবসায় শিক্ষা অনুষদের একটি বিশেষ শাখা। বাংলায় এর অর্থ হলো তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি। এমআইএস টার্মটির সঙ্গে সংযুক্ত অন্য টার্মগুলো হচ্ছে, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম,ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম,
২৭ ফেব্রুয়ারি ২০২৫বর্তমানে চাকরির অনলাইন সাক্ষাৎকারে আত্মবিশ্বাস ধরে রাখা অনেক প্রার্থীর জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে কিছু এআই-চালিত টুলসের সাহায্যে এই চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা সম্ভব। এই টুলগুলোর অন্যতম সুবিধা হলো...
১৬ ফেব্রুয়ারি ২০২৫