Ajker Patrika
হোম > অপরাধ

যুবলীগ নেতাকে কোপানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

যুবলীগ নেতাকে কোপানোর অভিযোগ

পূর্বশত্রুতার জেরে রাজশাহীতে যুবলীগ নেতাকে তুলে নিয়ে পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টা ও ছিনতাই মামলা তুলে না নেওয়ায় গত শনিবার তাঁকে নগরীর ভদ্রা এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। গতকাল রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী জামিল আখতার রবিন। তিনি রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

লিখিত বক্তব্যে জামিল আখতার রবিন বলেন, ‘শনিবার রাত আটটার দিনে আমি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলাম। এ সময় নগরীর ভদ্রা মোড়ের অতিথি হোটেলের সামনে এলে তরিকুল ইসলাম তরিক, সনেটসহ সাত-আটজন অস্ত্রের মুখে আমাকে তুলে নিয়ে বালিয়াপুকুর এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যান। পরে সেখানে ২০১২ সালে দায়ের করা হত্যাচেষ্টা মামলা তুলে নিতে আমাকে চাপ দেন। কিন্তু এ বিষয়ে প্রক্রিয়া ও সময় লাগবে বলে জানালে তাঁরা আমাকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।’

জামিল আখতার রবিন আরও বলেন, মারধরে প্রচণ্ড রক্তক্ষরণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে একটি ওষুধের দোকানে নিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন।পরে চিকিৎসকেরা তাঁর মাথায় ছয়টি সেলাই দেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চিহ্নিত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য তরিকুল ইসলাম তরিককে মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ