Ajker Patrika

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০১: ৩৮
গুলিবিদ্ধ ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনার খবরে সেখানে ভিড় করেন স্বজনেরা। ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনার খবরে সেখানে ভিড় করেন স্বজনেরা। ছবি: সংগৃহীত

চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমান্তের মোহনপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে মেঘনা নদীতে দুই পক্ষের গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের রিফাত (২৯) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের আলম ফকিরের ছেলে রাসেল ফকির (২৮)। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে। আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় মোহনপুর পুলিশ ফাঁড়ির কেউ ছিলো না। তারা নিয়মিত কাজে অন্য স্থানে দায়িত্ব পালন করছেন। ঘটনাটি মুন্সিগঞ্জ এলাকার। ওই এলাকার লোকদের মধ্যে এই ঘটনা।

নৌ পুলিশ চাঁদপুরে অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ‘ঘটনাটি চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমানায় হয়েছে। কানা জহির ও কিবরিয়া গ্রুফের মধ্যে সংঘর্ষ হয়। তারা ডাকাতি ও বালু মহলের সঙ্গে জড়িত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

তিন সুপারস্টারেও ফ্লপ, ৩৪ বছর আগে যে সর্বভারতীয় ছবি প্রযোজককে দেউলিয়া বানিয়েছিল

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত