Ajker Patrika
হোম > অপরাধ

৬ জনের এমপিও স্থগিত, বরখাস্ত ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

৬ জনের এমপিও স্থগিত, বরখাস্ত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ‍্যালয়ের ছয় শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করাসহ খণ্ডকালীন এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এসব নির্দেশনার অনুলিপি গত বৃহস্পতিবার পেয়েছে জেলা শিক্ষা কার্যালয়।

গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এমপিও স্থগিত ও বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

অনুলিপিতে বলা হয়েছে, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়জন শিক্ষক-কর্মচারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা পরিপন্থী অপরাধ করায় তাঁদের এমপিও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমপিও স্থগিত হওয়া শিক্ষক-কর্মচারীরা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান রাসেল, কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো. সোহেল আল মামুন, অফিস সহকারী মো. আবু হানিফ ও চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সুজন। আদেশে এমপিও স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাধারণ প্রশাসন শাখার উপপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে ওই বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক জুবাইর হোসাইনকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এর আগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

ভূরুঙ্গামারী উপজেলা সহকারী মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা বিভাগ দুই দফা তদন্ত করেছে। অভিযুক্তদের শোকজ করা হয়েছে। শোকজের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তাঁদের এমপিও স্থগিতের আদেশ দিয়েছেন।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়জন শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে খণ্ডকালীন এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ১ নভেম্বর মহাপরিচালকের স্বাক্ষর করা আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার আদেশের অনুলিপি পাওয়া গেছে।

এসএসসি পরীক্ষা চলাকালীন ২০ সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ওই কেন্দ্রের কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লৎফর রহমানের কক্ষ থেকে ছয় বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করে পুলিশ। ওই বিষয়গুলোর পরীক্ষা তখনো অনুষ্ঠিত হয়নি। ঘটনার সত্যতা পাওয়ার পর গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি ও রসায়ন—এই চার বিষয়ের পরীক্ষা স্থগিতসহ ছয় বিষয়ের প্রশ্ন বাতিল করে শিক্ষা বোর্ড। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লৎফর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল, ইসলাম শিক্ষা বিষয়ের খণ্ডকালীন শিক্ষক জুবাইর হোসাইনকে এবং অফিস সহকারী আবু হানিফের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। এ ঘটনায় পাঁচ শিক্ষকসহ ও এক পিয়ন কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন অফিস সহকারী আবু হানিফ।

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ