দোহারে স্বাস্থ্যবিধি না মানায় সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার এ জরিমানা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি উপজেলার জয়পাড়া কলেজ মোড় থেকে ওয়ান ব্যাংক মোড় পর্যন্ত অভিযান চালান।
এ সময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় সাতজনকে জরিমানা করেন। তাঁদের মোট সাতটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, ‘শনিবার অভিযান চালিয়ে সাতজনকে জরিমানা করা হয়েছে।
পাশাপাশি জয়পাড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করা হয়। অভিযানের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ মানুষের উদাসীনতায় কোভিড পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে।’