বরিশালের আগৈলঝাড়ায় একটি ওয়ার্কশপের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের সরকার বাড়ির সামনে ভাই ভাই ওয়ার্কশপের তালা ভেঙে একটি ওয়েল্ডিং মেশিন, পানির মর্টার, হ্যান্ড ড্রিলসহ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা।
ওয়ার্কশপের মালিক রবিন সরকার ও রিপন সরকার জানান, বাড়ির সামনে ঘর তুলে একটি ওয়ার্কশপ তৈরি করেছেন। রাতে ওয়ার্কশপের তালা ভেঙে চোরের দল ওয়ার্কশপের ভেতরে থাকা সব মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় রবিন সরকার গতকাল বুধবার সকালে বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশ চুরির মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।