Ajker Patrika
হোম > অপরাধ

লামায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ, মামলা

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ, মামলা

বান্দরবানের লামায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার একটি ইউনিয়নে ওই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার নারী অভিযুক্তের ছোট ভাইয়ের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সৎ ভাশুরকে প্রধান আসামি ও অজ্ঞাত একজনের নামে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে ঘরের বাইরে বাইরে বের হন। সৎ ভাশুর তাঁর মুখ চেপে ধরেন। এ সময় অজ্ঞাত আরও একজনের সহযোগিতায় তাঁকে ধর্ষণ করা হয়। পরে গৃহবধূর দেড় ভরি স্বর্ণ ও ৫৫ হাজার টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

পরিবারের পক্ষে ভুক্তভোগী নারীর দেবর জানান, বাড়িতে তাঁর প্রবাসী ভাইয়ের স্ত্রী ও দুই শিশু ছিল। রাত ২টার দিকে তাঁর ভাবি টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তাঁর সৎ ভাই মুখ চেপে ধরে পাশে নিয়ে যায়। এ সময় দুই শিশুকে ঘরে তালা দিয়ে রাখা হয়। পরে তাঁকে রাতভর ধর্ষণ করা হয়।

এলাকার ইউপির সদস্য জানান, ‘আসামি সম্পর্কে ভুক্তভোগী নারীর সৎ ভাশুর। তাঁদের মধ্যে দীর্ঘদিন জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে।’

থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, ভিকটিমকে লামা হাসপাতালে থেকে মেডিকেল পরীক্ষার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হবে।

থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ