যশোরের কেশবপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হওয়ার পর ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগ পেয়ে পুলিশ পরদিনই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ওই গৃহবধূ দুই সন্তানের মা। ঘটনার পর রাতেই গৃহবধূ থানায় মামলা করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ‘ধর্ষণ মামলার আসামি শফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।’