Ajker Patrika
হোম > অপরাধ

প্রতারক চক্র থেকে সাবধান হতে বলল ভূমি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারক চক্র থেকে সাবধান হতে বলল ভূমি মন্ত্রণালয়

‘ভুয়া নিয়োগপত্র’ দিয়ে প্রতারণার মাধ্যমে নিয়োগপ্রার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে একটি চক্র। অর্থের বিনিময়ে ভূমি মন্ত্রণালয়ে চাকরির নামে কোনো ধরনের লেনদেন থেকে বিরত ও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার ঘটনা ঘটছে। ভবিষ্যতে নিয়োগপ্রার্থীরা যেন প্রতারিত না হন সেজন্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য সংস্থায় নিয়োগের যে কোনো তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন করার অনুরোধ করা হচ্ছে। এ ব্যাপারে ইতিপূর্বে ভূমি মন্ত্রণালয় অনেকবার সতর্ক করেছে। 

ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো হলো—ভূমি মন্ত্রণালয়: www.minland.gov.bd, ভূমি আপিল বোর্ড: http://www.lab.gov.bd/, ভূমি সংস্কার বোর্ড: www.lrb.gov.bd, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর: www.dlrs.gov.bd, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র: www.latc.gov.bd। এবং ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগাযোগের ঠিকানা—www.facebook.com/minland.gov.bd 

এ ছাড়া, ভূমিসেবা পোর্টাল: www.land.gov.bd এবং ভূমিসেবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ: www.facebook.com/land.gov.bd এর মাধ্যমে সরাসরি ভূমিসেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো নাগরিক চব্বিশ ঘণ্টার যে কোনো সময় ১৬১২২ নম্বরে কল করে ভূমি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং পাবেন ভূমি সেবা। এ ছাড়া, বিদেশ থেকে ৮৮০ ৯৬১২-৩১৬১২২ নম্বরে কল করে একই সেবা পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ