ভোলার লালমোহনে শান্ত (৮) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শান্ত উপজেলা পরিষদ ভবন এলাকার বাসিন্দা মো. নাছিরের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লালমোহন উপজেলা পরিষদের ভেতরে একটি পুকুর পাড়ের জামগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শিশু শান্ত মানসিক ভারসাম্যহীন ছিল। প্রতিদিন খেলার জন্য পানি ভর্তি বোতলে দড়ি বেঁধে খেলত সে। বৃহস্পতিবার সকালে গাছের ডালে দড়িবাঁধা ওই বোতলটি আটকানো এবং দড়ির সঙ্গে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খেলার সময় গাছের ডালে বোতলটি আটকে গেলে, সেটা নামাতে গিয়েই অসাবধানতাবশত এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান লালমোহন থানার উপপরিদর্শক এসআই মাহমুদুল হাসান।