রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে আগাছানাশক ছিটিয়ে কৃষকের প্রায় ২৫ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। গত শনিবার উপজেলার সদর ইউনিয়নের নগরজিৎপুর হরিপুরটারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হরিপুরটারী গ্রামের মৃত বাদশা মিয়ার দুই ছেলে হামিদুল ইসলাম ও শামসুল হকের মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে। ২৫ দিন আগে হামিদুলের দুই শতাংশ জমিতে ফুলকপির চারা গজিয়ে রোপণের উপযুক্ত হয়েছে। শনিবার ভোরে তাঁর ভাই শামসুল হক ওই জমিতে আগাছানাশক ছিটিয়ে মেশিন নিয়ে চলে আসার সময় দেখে ফেলেন হামিদুলসহ কয়েকজন।
গতকাল রোববার কৃষক হামিদুল ইসলাম ওই জমিতে গিয়ে দেখেন কপির চারাগুলো মরে শুকিয়ে গেছে। এতে প্রায় ২৫ হাজার চারা মরে গেছে। অভিযোগ ওঠা শামসুল হক বলেন, ‘আমি ফুলকপির চারা কেন নষ্ট করব?’