যশোরের চৌগাছার দক্ষিণসাগর-মাড়ুয়া-চারাবাড়ি ইউনাইটেড (ডিএমসিইউ) আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সাংসদের চাহিদাপত্র (ডিও লেটার) ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
ডিও লেটার ও স্বাক্ষর জালিয়াতি করে নিজের পছন্দের ব্যক্তিকে সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য জমা দিয়েছেন ওই অধ্যক্ষ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণসাগর-মাড়ুয়া- রাবাড়িইউনাইটেড (ডিএমসিইউ) আলিম মাদ্রাসার অ্যাডহক (সাময়িক) কমিটির মেয়াদ ২০২২ সালের ৭ জানুয়ারি শেষ হবে। এর আগেই নতুন কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান একটি পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা
তৈরি করে গত ১৩ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিয়েছেন। এতে সভাপতি পদে সুপারিশের জন্য যে ডিও লেটার ব্যবহার করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটিতে মাদ্রাসার অধ্যক্ষ তাঁর পছন্দের মানুষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের নাগরিক তবিবর রহমান খানকে সভাপতির পদে প্রস্তাব করেছেন। অভিযোগ রয়েছে, কমিটিতে মাদ্রাসাটির জমিদাতা সদস্যের নামও বাদ দেওয়া হয়েছে। অন্যান্য সদস্য পদেও অধ্যক্ষের অনুগত ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, ‘অধ্যক্ষ জানিয়েছেন, সাংসদের পূর্বের একটি ডিও লেটার তাঁর কাছে ছিল। সেটি তিনি ব্যবহার করেছেন।’
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, ‘রোববার মাদ্রাসাটির অধ্যক্ষ আমার কাছে এসেছিলেন। তাঁকে কমিটি সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে আমার দপ্তরে আসতে বলেছি। কাগজপত্র দেখার পরে বিস্তারিত বলতে পারব।’
স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে খোঁজ নিয়েছি। অধ্যক্ষ সাহেব আমার স্বাক্ষরিত একটি ডিও লেটার জালিয়াতি করে নতুন কমিটির জন্য আবেদন করেছেন। ডিও লেটার এবং আমার স্বাক্ষর জালিয়াতির জন্য আমি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান মুঠোফোনে বলেন, ‘কমিটি নিয়ে কি হচ্ছে আমিও তো কিছু বুঝতে পারছি না। আমার কাছে মাদ্রাসা বোর্ড থেকে ফোন দিয়ে বলা হয়েছে কমিটির জন্য যে ডিও লেটার ব্যবহার করেছি তা নাকি সঠিক নয়।’