Ajker Patrika
হোম > অপরাধ

ডিবির জন্য আসছে নতুন পোশাক, নকল করা অসম্ভব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবির জন্য আসছে নতুন পোশাক, নকল করা অসম্ভব

বিভিন্ন সময়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচয়ে ব্যবহার করে ডাকাতসহ বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা সাধারণ মানুষের সম্পদ লুট ও অপহরণের অভিযোগ ওঠে। কখনো কখনো আসল গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ও নকল পোশাক উদ্ধার করতে দেখা যায়।

এবার ডিবি পরিচয়ে অপরাধের লাগাম টানতে গোয়েন্দা সদস্যদের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। বিশেষ ধরনের কাপড় ও রঙের তৈরি জ্যাকেটগুলোতে পৃথক কোড সংযুক্ত করে গোয়েন্দা সদস্যদের দেওয়া হবে।

ফলে এই জ্যাকেট নকল করে কোনো অপরাধী ডিবি পরিচয়ে অপরাধ চালাতে পারবে না বলে মনে করছেন কর্মকর্তারা।

ডিবি জানায়, বিশেষ ধরনের এই জ্যাকেট পরে অভিযানের সময় কারও সন্দেহ হলেই ওই ব্যক্তি ডিবির সদস্য কি না, তা কিউআর কোডের মাধ্যমে সঙ্গে সঙ্গেই শনাক্ত করা যাবে। এই জ্যাকেটে ডিএমপি ও ডিবির রঙিন লোগো দৃশ্যমানভাবে ব্যবহার করা হচ্ছে। এতে আলোর প্রতিফলন হওয়ায় রাতে দায়িত্ব পালনের সময়ও দূর থেকে ডিবি সদস্যের উপস্থিতি বোঝা যাবে। এই জ্যাকেটে বিশেষ ধরনের পকেট সুবিধা থাকায় অভিযানের সময়ে সদস্যরা দরকারি নোটবুক, কলম ও কাগজপত্র রাখতে পারবেন।

গোয়েন্দা পুলিশ সদস্যদের আধুনিক এই জ্যাকেট প্রদান সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বর্তমানে আমাদের গোয়েন্দা বিভাগের সদস্যরা যে জ্যাকেট পরে অভিযান চালাচ্ছেন, তা বেশ পুরোনো। দীর্ঘ বছর ধরে এই জ্যাকেট ব্যবহার হওয়ায় অনেক প্রতারক হুবহু নকল জ্যাকেট তৈরি করে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করে নিরীহ মানুষকে ফাঁদে ফেলছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ বন্ধে আধুনিক ও নতুন জ্যাকেটে অভিযান চালাবে ডিবি।’

গোয়েন্দা প্রধান আরও বলেন, ‘কিউআর কোড ছাড়াও পোশাকে বিশেষ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে যার ফলে জ্যাকেটটি নকল করা অসম্ভব হবে। নতুন পোশাকে গোয়েন্দা পুলিশ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুপ্রাণিত ও মেধা-মননের বিশেষ সমন্বয় করতে সহযোগিতা করবে।’

পাশাপাশি বাহিনীর সদস্যদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধি ও সাধারণ মানুষ গোয়েন্দা পুলিশকে নিজেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিশ্বাস করবে বলে মনে করেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন।

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২