গোয়াইনঘাটে নিখোঁজের পাঁচ দিন পর নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীর কাটারি এলাকায় লাশটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কাপড় ব্যবসায়ী নাজিম উদ্দিন উপজেলার রাজনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
নিহতের পরিবারের দাবি, নাজিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এদিকে, নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে নাজিম উদ্দিন জাফলংয়ের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর গতকাল বুধবার জাফলংয়ের ডাউকি নদীর কাটারি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নাজিম উদ্দিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।