মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় হবিগঞ্জের লাখাইয়ের মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া মো. তাজুল ইসলাম, মো. জাহেদ মিয়া ও ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাব্বির আহমেদকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আর আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া তিন আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে পলাতক রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শফি উদ্দিন ও খালাস পাওয়া সাব্বির আহমেদ।
এর আগে উভয় পক্ষের শুনানি শেষে গত ১৭ মে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে গত মঙ্গলবার রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লাখাইয়ে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ২টি অভিযোগ আনা হয়।