নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি আমলাদের দুর্নীতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ঘটনার তদন্ত করে দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘একটা বক্তব্য এসেছে আমলাদের প্রচুর সম্পত্তি বিদেশে আছে। এই মহান সংসদের উচিত আমলাদের বিদেশে কাদের বাড়ি আছে, সে তালিকা এ সংসদে প্রকাশ করা। বরখাস্ত করা উচিত। বিচার বিভাগে নিয়ে যাওয়া উচিত। প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত।’
আজ সোমবার জাতীয় সংসদে সরকারি কর্ম কমিশন বিল-২০২২-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান শামীম হায়দার পাটোয়ারী।
দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির পক্ষে যুক্তি তুলে ধরে জাপার এমপি বলেন, ‘একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। লক্ষ লোকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এই অবস্থায় তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।’
আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের মনস্তাত্বিক দ্বন্দ্ব দেশের সংকট উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্দেশে জাপার এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় মন্ত্রী আমলাবিষয়ক মন্ত্রী। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। তাঁর আমলাদেরও সজ্জন হওয়া উচিত। রাজনীতিবিদদের মন থেকে শ্রদ্ধা করা উচিত।’
শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিসিএসে ২০০ নম্বরের ভাইভা রাখা হয়েছে। এটা পরিবর্তন হওয়া উচিত। যত বেশি ভাইভা থাকবে তত বেশি অনিয়ম। লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয় না বেশির ভাগ ক্ষেত্রেই।
বিএনপির সময়ে পিএসসির পরীক্ষাগুলোতে হস্তক্ষেপ করা হতো মন্তব্য করে জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য মুজিবুল হক বলেন, বেশ কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষাগুলো স্বচ্ছ হয়েছে। সরকারের অন্যান্য নিয়োগ পরীক্ষার আলাদা কোনো কর্তৃপক্ষ নেই। যে কারণে অনেক সময় দুর্নীতি হয়। সংশোধনী আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা জনমত যাচাইয়ের ওপর বক্তব্য রেখেছিলাম, আশা করেছিলাম উনি (জনপ্রশাসন প্রতিমন্ত্রী) কিছু বলবেন। কিন্তু তাঁর ভাবটা এ রকম—আসিলাম, দেখিলাম, জয় করিলাম, আর কিছু বলার নাই।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘তিনি আমাদের বোন জামাই। কিশোরগঞ্জের জামাই। আত্মীয়। কিছু বলতেই পারি না। কী আর করা।’
কিছুটা হাস্যরস করে মুজিবুল হক বলেন, ‘আমার সংশোধনীগুলো উল্লেখ করলাম। আশা করি, মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করবেন। না করলে বাসায় গেলে খবর আছে।’