কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করলে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখা সহজ হবে, এমনটা মনে করছে অন্তর্বর্তী সরকার।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এই মনোভাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলো তুলেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকটি ছিল নিতান্তই একটি সৌজন্য সাক্ষাৎ। এমন বৈঠকে সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোলা হয় না।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ যেভাবে পাকিস্তানের কাছ থেকে ক্ষমা চাওয়ার বিষয়টি আশা করে, তার কাছাকাছি বক্তব্য যদি তারা দেয়। তারা সাহস দেখিয়ে ১৯৭১ সালে যা ঘটেছে, তার উল্লেখ করে দুঃখ প্রকাশ করলে দেশটির সঙ্গে সম্পর্ক ভালো রাখা সহজ হবে।
এটাই হচ্ছে অতীতকে পেছনে ফেলার সঠিক উপায়, এমনটা মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।