হোম > অপরাধ

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম ফারাহ দীবা।

আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান পল্লবী থানার পরির্দশক (তদন্ত) আদিল হোসেন।

তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কাজী আবদুল মতিনের স্ত্রী ফারাহ দীবার লাশ উদ্ধার করা হয়। ওই বাসায় নিহত দীবার স্বামী এক ছেলে ও এক মেয়ে থাকতেন। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। ঘটনার সময় দীবা ছাড়া ওই বাসায় আর কেউ ছিলেন না।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক আব্দুল বারি বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রোববার সকালে তাদের গাড়িচালক সবুজ ও বাসার তত্ত্বাবধায়ক মিলন ওই নারীকে হত্যার পর পালিয়ে যান। এ সময় তাঁরা নগদ ১৫ থেকে ১৬ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা হাত-মুখ বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

তদন্ত কর্মকর্তা বলেন, নিহত দীবার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দস্যুতাসহ হত্যা মামলা করা হয়েছে। বাসার তত্ত্বাবধায়ক ও গাড়ি চালক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

বৈষম্যবিরোধী আন্দোলন: ইয়াছিন হত্যা মামলায় ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সেকশন