লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর মামলায় করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানাকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা-পুলিশ। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার তাঁকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায় বলে পুলিশ সূত্রে নিশ্চিত করে।
রামগঞ্জ থানায় করা মামলা সূত্রে জানা যায়, উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর দায়রা শরীফের ওরস উপলক্ষে এলাকায় ফার্নিচার মেলা বসে। ওই মেলায় লক্ষ্মীপুর সদরের বাঞ্ছানগর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মো. স্বপন শ্যামপুর এলাকার বেলাল হোসেনের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে দোকান বসান।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা কয়েক দিন ধরে জায়গার ভাড়ার অর্ধেক টাকা তাঁকে দিতে ব্যবসায়ী স্বপনকে চাপ দেন। ব্যবসায়ী স্বপন নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় যুবলীগ নেতা আবু জাফর রানা গত রোববার সন্ধ্যায় ৫-৭ জন সন্ত্রাসী নিয়ে স্বপনের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।
এ ঘটনায় স্বপন বাদী হয়ে গত সোমবার লক্ষ্মীপুর আদালতে মামলা করেন। পরে পুলিশ সন্ধ্যায় মামলার প্রধান আসামি আবু জাফর রানাকে শ্যামপুরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে।
তবে আবু জাফর রানার বাবা মো. খোকা দাবি করেন, ‘আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একটি মহলের ইন্ধনে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, মামলার বাদী মো. স্বপনের দায়ের করা মামলায় আবু জাফর রানাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রানার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।