লক্ষ্মীপুরে অটোরিকশা চোর সন্দেহে শ্রমিক দলের দপ্তর সম্পাদক রাজু হোসেন রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাজুর স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে গতকাল সোমবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় মামলাটি করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করে আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামিরা হলেন সদর উপজেলার শাকচর এলাকার কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। তাঁদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, নিহত রাজু হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ছিলেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত রোববার রাতে সদর উপজেলার সবুজের গোঁজা এলাকায় প্রতিবেশী কবির হোসেনের ঘরে মোবাইল ফোন চার্জে দিয়ে যান রাজু হোসেন রাজন। এ সময় রাজুকে চোর সন্দেহে ধরেন কবির হোসেন ও তাঁর লোকজন। একপর্যায়ে তাঁরা রাজুকে অটোরিকশা চোর সন্দেহে একটি ইটভাটার সামনের রাস্তায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে পেটান। ওই দিন রাতভর তাঁর ওপর নির্যাতন চলে। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বজনেরা। কিছুক্ষণ পর তিনি মারা যান।
নির্যাতনে হত্যার অভিযোগ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কবির হোসেনসহ চারজনকে আটক করে। পরে মামলা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘রাজুকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’