Ajker Patrika

মারমাদের সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি 
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ২৩
মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা
মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে শোভাযাত্রা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

খাগড়াছড়ি সরকারি কলেজের মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। মারমাদের ঐতিহ্যবাহী পোশাক, ছাতা, গয়না পরে পরি সেজে নেচে-গেয়ে শোভাযাত্রাকে মাতিয়ে রাখেন মারমা তরুণ-তরুণীরা। শোভাযাত্রার শেষে আপার পেরাছড়া এলাকায় মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য পরিবেশন করা হয়।

এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখাররুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

এ সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ও মারমা সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতা-কর্মীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত