Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্বামী, ঘরে চোরের হানা-লুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্বামী, ঘরে চোরের হানা-লুট
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরের হানা দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর প্রসবব্যথা ওঠায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্বামী। এই সুযোগে ফাঁকা ঘরে হানা দিয়ে নগদ আড়াই লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে চোরের দল।

গতকাল মঙ্গলবার গভীর রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইসমাইল হোসেনের ঘরে এ চুরি হয়। ইসমাইল জানান, রাতে ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। আজ বুধবার সকালে বাড়ির লোকজন ফোন করে চুরির ঘটনা জানালে তিনি ফিরে আসেন। চোরের দল ঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা ব্যবসার আড়াই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মূল্যবান মালপত্র ও পোশাকও নিয়ে গেছে। তাঁদের পরনের কাপড় ছাড়া আর একটি কাপড়ও ঘরে নেই। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে এলাকাজুড়ে উদ্বেগজনক হারে চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে ১০ থেকে ১৫টি বাড়িতে চুরি হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, চুরির বিষয়ে তাঁরা অবগত নন। এ ব্যাপারে এখনো ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান

আত্মীয় ও পছন্দের ঠিকাদারকে কাজ দেন প্রকৌশলী রায়হান

এক ছাদের নিচে সব কেনাকাটা

ব্যস্ততা বেড়েছে বিহারিপল্লিতে

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: শহীদ উদ্দীন এ্যানি

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, চার লাশ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে যুবককে অপহরণ, গহিন পাহাড় থেকে উদ্ধারের পর মৃত্যু

দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী পরদিন এসে ধরল অভিযুক্তদের

ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রিকশাচালকের মার খেয়ে থানায় গিয়ে ছাত্রদলের হামলার শিকার শিক্ষার্থীরা