হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাদিয়ার সাড়ে ৯ হাজার একর জমি বন বিভাগে হস্তান্তরের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৯ হাজার ৪৬৭ একর জমি বন বিভাগের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। ইকো-ট্যুরিজম পার্ক স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুকূলে বরাদ্দ করা জমি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক বিজ্ঞপ্তিতে জানান, গত রোববার বেজার পরিচালক (বিনিয়োগ উন্নয়ন ও মনিটরিং-১) শাহীন আক্তার সুমী কক্সবাজারের জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

ইকোপার্কের জন্য বরাদ্দ করা জমিতে অবৈধভাবে গাছ কাটা, চিংড়িঘের নির্মাণসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চলায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এ অবস্থায় বরাদ্দ করা জমি বন বিভাগের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ হাজার ৪৬৭ একর বনভূমির পরিবেশ পুনরুদ্ধারে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

এই কার্যক্রমের মধ্যে রয়েছে জবর দখলমুক্তকরণ, খালের মুখ ও শাখা–শাখার বাঁধ অপসারণ করে জোয়ারের পানি প্রবেশ সুগম করা, বালিয়াড়ি পুনরুদ্ধার ও বিচ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া, জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বিভিন্ন ম্যানগ্রোভ ও নন-ম্যানগ্রোভ, কাউ, কেয়া, নিসিন্দা, নারকেল, তাল ও ঘটিভাঙ্গার সঙ্গে সংযোগকারী রাস্তায় বনায়ন কার্যক্রম সম্পাদন করা হবে এবং অবক্ষয়িত ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

এ ছাড়া জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ৯ হাজার ৪৬৭ একর বনভূমিকে রক্ষিত এলাকা ঘোষণা করা হবে। ফলে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, অবৈধ কার্যক্রম বন্ধ হবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে।

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিওকর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক খুন

সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক আর নেই

শাহরাস্তিতে বাড়ির ছাদে পড়ে ছিল মাইকম্যানের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

চৌদ্দগ্রামে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

এমপিদের আনা ৫টি গাড়ি কিনতে চায় চট্টগ্রাম বন্দর

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে