চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের এক বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামের এক মাইকম্যানের মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদিপ্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে ওই মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটিচালক ও মাইকম্যান। এক ছেলে ও দুই মেয়ের বাবা আলমগীর। তাঁর স্ত্রীর নাম তাছলিমা বেগম।
প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম বলেন, ওই বাড়ির শিপন মসজিদে এশার নামাজ আদায় করে ফেরার পথে বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পান। পরে ছাদে গিয়ে আলমগীরকে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় শাহরাস্তি থানা-পুলিশ। সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) গৌতম চন্দ্র হালদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী খোদেজা ও তাঁর মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করি, শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের এক বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামের এক মাইকম্যানের মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদিপ্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে ওই মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটিচালক ও মাইকম্যান। এক ছেলে ও দুই মেয়ের বাবা আলমগীর। তাঁর স্ত্রীর নাম তাছলিমা বেগম।
প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম বলেন, ওই বাড়ির শিপন মসজিদে এশার নামাজ আদায় করে ফেরার পথে বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পান। পরে ছাদে গিয়ে আলমগীরকে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় শাহরাস্তি থানা-পুলিশ। সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) গৌতম চন্দ্র হালদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী খোদেজা ও তাঁর মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করি, শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
৩ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৯ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫