হোম > অপরাধ > ঢাকা

এডিসি সানজিদার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেলে কর্তৃপক্ষকে জানানো হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ ও এডিসি সানজিদার ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন যদি আগে আক্রমণ করে থাকেন, এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। 

আইজিপি বলেন, ‘এডিসি হারুন ও দুই ছাত্রলীগ নেতাকে কেন্দ্র করে ঘটনায় এডিসি সানজিদা অভিযোগ করে বলছেন, তাঁর স্বামী (রাষ্ট্রপতির এপিএস) আজিজুল হক মামুন আগে মারধর করেছিলেন সানজিদা ও হারুনকে।’ এ বিষয়ে হারুনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, ‘এইটার বিষয়ে তারা যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’ 

রাষ্ট্রপতির এপিএস আগে এডিসি হারুনের ওপর আক্রমণ করেন, তখনই ঘটনাটি বড় হয়েছে বলে শোনা যাচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি বলেন, ‘তাদের এই অভিযোগের বিষয়টা যদি তারা আমাদের অভিযোগ আকারে দেয় তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেব। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। এ ছাড়া আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্তে বিষয়টি উঠে এলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’ 

উল্লেখ্য, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এডিসি সানজিদা অভিযোগ করেছেন, তাঁর স্বামী আজিজুল হক মামুনই প্রথমে এডিসি হারুনের গায়ে হাত তুলেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহায়তা করার জন্যই এডিসি হারুনকে ডেকেছিলেন বলে জানিয়েছেন সানজিদা।

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

আপন কফি হাউসে নির্যাতনের শিকার সেই কিশোরীর কোনো খোঁজ নেই

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে সড়কে, যান চলাচল বন্ধ

বাড্ডা থেকে চুরি হওয়া টাকা কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ৩

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জিলাপি খাওয়ার টাকা চেয়ে প্রত্যাহার হলেন ওসি

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিদেশি বিনিয়োগকারীদের গভীর উদ্বেগ

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকির ঘটনায় ক্র্যাবের নিন্দা

সোনারগাঁও হোটেলের সামনে নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন