Ajker Patrika

বাড্ডা থেকে চুরি হওয়া টাকা কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে কক্সবাজারের কলাতলী এলাকার একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) ও মো. মাসুম মোল্লা (১৯)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার বিষয়টি জানান।

বাড্ডা থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা পরিচালনা করেন মো. শরীফ হুমায়ুন কবির। ১৩ এপ্রিল বেলা ২টার দিকে তিনি তাঁর কর্মচারী মাসুম কাজীকে ডাচ্‌-বাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা দিতে পাঠান। কিন্তু মাসুম টাকা জমা না দিয়ে পালিয়ে যান এবং তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে শরীফ হুমায়ুন কবির বাড্ডা থানায় মাসুম কাজীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে কক্সবাজার সদর থানা-পুলিশের সহযোগিতায় একটি রিসোর্ট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাসুম কাজীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা টাকা চুরি করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত