হোম > অপরাধ > ঢাকা

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান শেখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মো. মতিউর রহমান শেখ। আজ বুধবার তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন এবং নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ পুলিশে বদলির আদেশ প্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপাররাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হওয়া ১০ জন পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজন কর্মকর্তাকে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও নৌ পুলিশের নেতৃত্বে আনা হয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সে হিসেবে এই পাঁচ কর্মকর্তা ইউনিটগুলোর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।

এ ছাড়া, পুলিশ অধিদপ্তরের মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে এবং সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কুসুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশ পাওয়া মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন