হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে সংঘর্ষ এড়াতে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ঈদের দিন আজ সোমবার টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় এই নির্দেশ জারি করে।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। ঈদগাহ মাঠে ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

আপন কফি হাউসে নির্যাতনের শিকার সেই কিশোরীর কোনো খোঁজ নেই

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে সড়কে, যান চলাচল বন্ধ

বাড্ডা থেকে চুরি হওয়া টাকা কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ৩

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জিলাপি খাওয়ার টাকা চেয়ে প্রত্যাহার হলেন ওসি

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিদেশি বিনিয়োগকারীদের গভীর উদ্বেগ

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকির ঘটনায় ক্র্যাবের নিন্দা

সোনারগাঁও হোটেলের সামনে নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন