হোম > সারা দেশ > ঢাকা

ইটভাটার পাশে মিলল ‘মাদক কারবারির’ লাশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

জামাল হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্তে ইটভাটার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত যুবকের নাম জামাল হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামাল মাদক কারবারি ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

পুলিশ আজ সোমবার দুপুরে জামালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করে। লাশের পাশে একটি মোটরসাইকেল, স্যান্ডেল ও কয়েকটি গাছের ডাল পড়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, জামাল ও তাঁর সহযোগী জাহিদ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন কারবারির কাছে মাদক পৌঁছে দেওয়ার কাজ করতেন। রোববার রাতে জামালের সঙ্গে জাহিদকে দেখা গেছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, জাহিদকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

আপন কফি হাউসে নির্যাতনের শিকার সেই কিশোরীর কোনো খোঁজ নেই

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে সড়কে, যান চলাচল বন্ধ

বাড্ডা থেকে চুরি হওয়া টাকা কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ৩

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জিলাপি খাওয়ার টাকা চেয়ে প্রত্যাহার হলেন ওসি

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিদেশি বিনিয়োগকারীদের গভীর উদ্বেগ

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকির ঘটনায় ক্র্যাবের নিন্দা

সোনারগাঁও হোটেলের সামনে নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন