ভারতের কর্ণাটক রাজ্যের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে মারধর করে দোতলার বারান্দা থেকে ফেলে দিয়েছেন শিক্ষক। আর এতে শিশুটির মৃত্যু হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ ঘটনা ঘটেছে রাজ্যের উত্তরাংশের হাগলি গ্রামের আদর্শ বিদ্যালয়ে।
পুলিশ জানিয়েছে, শিশুটির নাম ভরত। মুথাপ্পা নামে ওই বিদ্যালয়ের এক শিক্ষক ১০ বছর বয়সী শিশুটিকে বেলচা দিয়ে মারধর করেছেন।
এদিকে শিক্ষক মুথাপ্পা ভরতের মাকেও মারধর করেছেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের আরেক শিক্ষক গীতা বারকার। শিশুটির মাও আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও ওই শিক্ষক জানিয়েছেন।
এ বিষয়ে গাদাখ জেলা পুলিশের জেষ্ঠ্য কর্মকর্তা শিবপ্রকাশ দেবরাজু বলেছেন, ‘এখনো এ ঘটনার নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এ ঘটনায় পারিবারিক কোনো বিষয় জড়িত রয়েছে।’