Ajker Patrika
হোম > অপরাধ > খুলনা

দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামের ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহত যুবকের নাম আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০)। তিনি ওই এলাকার গোলাম মস্তফার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে মহিসকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। এ ঘটনা পরে চোর সন্দেহে বুশকে গতকাল বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। পরে তাঁকে আটকিয়ে রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত কয়েক দফায় মারপিট করেন। আজ সকালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে বুশকে মারধর করেছে গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পাই আজ সকালে মারা গেছে।’ 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি হওয়া ওই পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েটের হল খুলছে আজ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

কুয়েটে ইউজিসি প্রতিনিধিদল, সুপারিশের পর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

দোষ থাকলে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক: কুয়েট শিক্ষক সমিতি

কুয়েট প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা, বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কুয়েটে সংঘর্ষ: তদন্ত কমিটিতে আস্থা রাখার অনুরোধ উপদেষ্টার, নাকচ শিক্ষার্থীদের

অনশনে ৪১ ঘণ্টা পার, অসুস্থ হয়ে পড়েছেন ৫ কুয়েট শিক্ষার্থী

মেয়াদ পার হলেও শেষ হয়নি সংস্কার, ভোগান্তি

যশোরে ভবদহ পরিদর্শনে গিয়ে কৃষকের ধান কাটা দেখলেন ৩ উপদেষ্টা