Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

কেশবপুর (প্রতিনিধি) যশোর

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার
আহত প্যাঁচাকে উদ্ধার করে সৌম্য দাস চিকিৎসার জন্য নিয়ে আসেন প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে বিলুপ্তপ্রায় স্ট্রিগিডি প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করা হয়েছে। উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী গ্রামের কলেজছাত্র সৌম্য দাস স্থানীয় একটি বাগান থেকে আহত অবস্থায় ওই প্যাঁচাটি উদ্ধার করেন। আজ বুধবার দুপুরে আহত প্যাঁচাটিকে তিনি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে নিয়ে যান।

কলেজছাত্র সৌম্য দাস (১৯) বলেন, ‘গ্রামের একটি বাঁশবাগানে আহত অবস্থায় প্যাঁচাটি পড়ে ছিল। বাগান থেকে উদ্ধার করে প্যাঁচাটিকে সুস্থ করতে প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকারের কাছে নিয়ে আসি। তিনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ ওষুধ দিয়েছেন। পাখিটি সুস্থ হলে আবার বাগানে ছেড়ে দেওয়া হবে। আমি দীর্ঘদিন ধরে এভাবে পশুপাখির সেবা করে আসছি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার হওয়া প্যাঁচাটি বিলুপ্তপ্রায় স্ট্রিগিডি প্রজাতির। এটি পুরুষ প্যাঁচা। ধারণা করা হচ্ছে, খাবার সংগ্রহ করতে গিয়ে বাম পায়ে ও চোখে আঘাত পেয়েছে। শরীরে স্বাভাবিকের চেয়ে তাপ কম রয়েছে। দুর্বলতার কারণে এটি উড়তে পারছে না। চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত প্যাঁচাটি সুস্থ হয়ে যাবে।’

অলোকেশ কুমার আরও বলেন, কলেজছাত্র সৌম্য দাসের হেফাজতে প্যাঁচাটি রয়েছে। সুস্থ হলে উদ্ধার করা বাগানে ছেড়ে দেওয়া হবে।

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নগরীতে সড়ক অবরোধ

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল হল

কুয়েটের হল খুলছে আজ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

কুয়েটে ইউজিসি প্রতিনিধিদল, সুপারিশের পর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

দোষ থাকলে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক: কুয়েট শিক্ষক সমিতি

কুয়েট প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা, বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কুয়েটে সংঘর্ষ: তদন্ত কমিটিতে আস্থা রাখার অনুরোধ উপদেষ্টার, নাকচ শিক্ষার্থীদের

অনশনে ৪১ ঘণ্টা পার, অসুস্থ হয়ে পড়েছেন ৫ কুয়েট শিক্ষার্থী