Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঈদের ছুটিতে পদ্মার পাড়-চরে হাজারো মানুষের ভিড়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ঈদের ছুটিতে পদ্মার পাড়-চরে হাজারো মানুষের ভিড়
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পদ্মা নদীর পানি শুকিয়ে বিশাল চর জেগে উঠেছে। ঈদুল ফিতরের ছুটিতে সেই চর ও নদীর পাড়ে বেড়াতে আসছে হাজারো মানুষ। স্থানীয়ভাবে এলাকাটি আবেদের ঘাট নামে পরিচিত।

ঈদের দিন থেকেই পদ্মার পাড় ও চরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার-পরিজন নিয়ে আসছেন অনেকে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ মেতে উঠেছে আড্ডা আর উল্লাসে। তরুণদের কেউ কেউ বালুচরে খেলছেন ফুটবল বা ক্রিকেট।

স্থানীয় বাসিন্দা তরিকুল বলেন, ‘প্রতিবছর দুই ঈদে নদীর পাড়ের চিত্র বদলে যায়। ঈদের দিন থেকে টানা এক সপ্তাহ ধরে প্রতিদিন এখানে কয়েক হাজার মানুষের ভিড় জমে।’

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন। ছবি: আজকের পত্রিকা

দর্শনার্থীদের অনেকে জানায়, শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মধ্যে আসতে পেরে তারা দারুণ খুশি। অনেকেই চান, নদীর পাড়ে ভালো মানের বিনোদনকেন্দ্র গড়ে উঠুক, যাতে আরও বেশি মানুষ এখানে ঘুরতে আসতে পারে।

ঘুরতে আসা মাইমুনা তাবাসসুম বলেন, ‘আমাদের উপজেলায় কোনো বিনোদনকেন্দ্র নেই। তাই প্রতিবছর আমরা পদ্মার পাড়ে আসি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। অনেক মানুষ আজ এখানে এসেছে।’

দর্শনার্থীদের কেন্দ্র করে নদীর পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। কেউ খাবার আবার কেউ বাচ্চাদের খেলনার দোকান বসিয়েছে। যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। ঝালমুড়ি ব্যবসায়ী তুফান আলী বলেন, ‘উৎসব উপলক্ষে নদীর পাড়ে মানুষের অনেক ভিড় হয়। এতে আমাদের বেচাকেনাও ভালো হয়।’

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নগরীতে সড়ক অবরোধ

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল হল

কুয়েটের হল খুলছে আজ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

কুয়েটে ইউজিসি প্রতিনিধিদল, সুপারিশের পর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

দোষ থাকলে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক: কুয়েট শিক্ষক সমিতি

কুয়েট প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা, বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কুয়েটে সংঘর্ষ: তদন্ত কমিটিতে আস্থা রাখার অনুরোধ উপদেষ্টার, নাকচ শিক্ষার্থীদের

অনশনে ৪১ ঘণ্টা পার, অসুস্থ হয়ে পড়েছেন ৫ কুয়েট শিক্ষার্থী