Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় ২৩৮ টন ধান-চালসহ মিল সিলগালা, মালিকের বিরুদ্ধে মামলা

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ২৩৮ টন ধান-চালসহ মিল সিলগালা, মালিকের বিরুদ্ধে মামলা
নওগাঁয় অবৈধভাবে মজুত করা ধান-চালসহ আজ সোমবার চালকল বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় ধান ও চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে এক চালকল মালিকের (মিলার) বিরুদ্ধে মামলা হয়েছে। খাদ্য বিভাগ বাদী হয়ে এ মামলা করেছে। একই সঙ্গে মজুত করা ২০৩ টন ধান ও ৩৫ টন চালসহ গুদাম বন্ধ করে (সিলগালা) দেওয়া হয়।

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালত চালকলটি বন্ধের আদেশ দেন।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, চালকলমালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ রয়েছে। তাঁরা অবৈধভাবে ধান ও চাল মজুত করছেন। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় শহরের নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়। পাশাপাশি মজুত করা চাল ও ধানের গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে।

নওগাঁয় অবৈধভাবে মজুত করা ধান-চালসহ আজ সোমবার চালকল বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
নওগাঁয় অবৈধভাবে মজুত করা ধান-চালসহ আজ সোমবার চালকল বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, খাদ্যপণ্য মজুত করা আইনত নিষিদ্ধ এবং এটি দেশের খাদ্য নিরাপত্তাব্যবস্থা নষ্ট করতে পারে। তাই এমন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ায় শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিকনেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে পরিবহন চলাচল বন্ধ

ভিজিএফ কার্ড ভাগ করে নিল বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধীরা

সিরাজগঞ্জে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২

রাজশাহীতে বালুমহাল ইজারার দরপত্র দাখিল নিয়ে সংঘর্ষ

পাবনায় যৌথ বাহিনীর অভিযানে তাবিজ ফারুকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

বাদীর টাকা কেড়ে নেওয়া সেই এসআই প্রত্যাহার

ধর্ষণ ও হত্যা হুমকির বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে