Ajker Patrika

প্রাইভেট কারের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুজন নিহত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা
জয়পুরহাটে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটে প্রাইভেট কারের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুই ব্যক্তি জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন মৃত লোকমান হোসেন মণ্ডলের ছেলে মোফাজ্জল হোসেন (৪০) ও মৃত সাহাবদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত সোলায়মান আকন্দের ছেলে ভ্যানচালক নূর ইসলাম ও একই উপজেলার বুরাইল গ্রামের আশরাফ আলী।

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনাকবলিত ভ্যান। ছবি: আজকের পত্রিকা
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনাকবলিত ভ্যান। ছবি: আজকের পত্রিকা

ওসি জাহিদ হোসেন জানান, ব্যাটারিচালিত অটোভ্যানে যাত্রী নিয়ে চালক নূর ইসলাম আকন্দ পুনট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেট কার অটোভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ভ্যানযাত্রী নিহত হন, আহত হন ভ্যানচালকসহ দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে ভ্যানচালকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে কালাই থানায় আনা হয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

এআই যে তিন পেশাকে হুমকিতে ফেলবে না, জানালেন বিল গেটস

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত