Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের
শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে অন্যরকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার হরিনাথপুর-ঢেকুরিয়া আঞ্চলিক সড়কের পরানপুরে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ আব্দুল হান্নান। তিনি বলেন, ‘বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই দেখে আসছি প্রধান শিক্ষক ইয়াছিন আলী কোনো অন্যায়ের সাথে জড়িত নন। রাত-দিন এই স্কুল নিয়েই তাঁর গবেষণা। শিক্ষক ছাত্র-ছাত্রীদের শাসন করবেন—এটাই স্বাভাবিক। এই শাসনকে কেন্দ্র করে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা কিছুতেই গ্রহণযোগ্য নয়।’

মানববন্ধনে উপস্থিত নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি খাতুন বলে, ‘ঘটনার দিন আমরা ক্লাসের মধ্যেই ছিলাম। দুই শিক্ষার্থীর মধ্যে মারামারি লাগলে ইয়াছিন স্যার তাদের বাধা দিয়ে দু-একটা বেত্রাঘাত করেছিলেন। আশরাফুল স্যার ঘটনার সাথে জড়িত না, অথচ তাঁকেও মামলায় জড়ানো হয়েছে। আমরা এই মামলা মানি না, মানব না। অবিলম্বে মামলা প্রত্যাহার চাই।’

দশম শ্রেণির শিক্ষার্থী সজীব বলে, ‘স্যারের বিরুদ্ধে একটি যড়যন্ত্রমূলক মামলা করেছে। আমরা এই যড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহার দাবি জানাই।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী শরিফুল ইসলাম বলে, ‘যখন ঘটনা ঘটে তখন আশরাফুল স্যার আমাদের অঙ্ক ক্লাস নিচ্ছিলেন। এই স্যার তো ঘটনার সাথে জড়িত না। ওই মিথ্যা মামলায় প্রধান শিক্ষকের সাথে এই স্যারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলা তুলে নেওয়ার দাবি জানাচ্ছি।’

এ সময় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর আলী, অভিভাবক চাঁদনী খাতুন, প্রাক্তন শিক্ষার্থী মিনতি খাতুন প্রমুখ। মানববন্ধনে প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সদস্য মিলে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরেও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বনভোজনে যাওয়াকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারিতে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরে প্রধান শিক্ষক ইয়াছিন আলী জড়িতদের শ্রেণিকক্ষে ঢুকিয়ে শাসন করেন। এতেই নবম শ্রেণির ছাত্র অনিক ইসলামের বাবা বাদী হয়ে গত ২৫ ফেব্রুয়ারি প্রধান শিক্ষকসহ দুজনের নাম উল্লেখ করে কাজীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে চিঠি দিয়ে সতর্ক করল রাজশাহী মহানগর কমিটি

রাজশাহীতে ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধার

প্রাইভেট কারের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুজন নিহত

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

বিএনপি নেতার বিরুদ্ধে থানায় হামলার অভিযোগ, পুলিশসহ আহত ৭

বগুড়ায় শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিকনেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে পরিবহন চলাচল বন্ধ

ভিজিএফ কার্ড ভাগ করে নিল বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধীরা

সিরাজগঞ্জে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭