হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে কাঁচাবাজারে আগুন, পুড়েছে ১২ দোকান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আগুনে পুড়ে যাওয়া দোকানপাট। ছবি: সংগৃহীত

রাজশাহীতে কাঁচাবাজারে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে বেশির ভাগই ছিল কাঁচা সবজি ও মুদির দোকান। দুটি দোকান ছিল মুরগির। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও মার্কেটের ভেতরের অংশের দোকানগুলো অক্ষত থাকে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম আজকের পত্রিকাকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।

দিদারুল আলম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

আত্মীয়দেরই শুধু চেনেন প্রকৌশলী রাশেদুল

সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনে দেরি করার সুযোগ নেই: দুলু

রাজশাহীতে বাসায় ঢুকে মারধর ও চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

নওগাঁয় ২৩৮ টন ধান-চালসহ মিল সিলগালা, মালিকের বিরুদ্ধে মামলা

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

রাস্তায় ভ্যানে পড়ে ছিল ২১ বস্তা সরকারি চাল

ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

মোটরসাইকেলে তিন তরুণ, গাড়িচাপায় নিহত দুই