Ajker Patrika

রাজশাহীতে বাসায় ঢুকে মারধর ও চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নগরে বাসায় ঢুকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার যুবকেরা। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী নগরে বাসায় ঢুকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার যুবকেরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী নগরে এক ফ্রিল্যান্সারের বাসায় ঢুকে মারধর, চাঁদা দাবি ও তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন নগরের শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকার সাজ্জাদুর রহমান (২৫), হাসানুর রহমান রাব্বি (২৫), ভাড়ালিপাড়া এলাকার রাকিব হাসান (২৮) ও নগরের বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার সানি রহমান (৩০)।

অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনার পিস্তল ও চাকু জব্দ এবং ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরা, স্টাম্পসহ মালামাল উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জের এক ব্যক্তি বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়াবাসায় থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। গতকাল বিকেলে তাঁর এক বান্ধবী জরুরি প্রয়োজনে এই বাসায় তাঁর সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ পর চার যুবক দেশীয় অস্ত্রসহ জোর করে বাসায় ঢুকে পড়েন।

সাবিনা ইয়াসমিন বলেন, ওই চার যুবক ফ্রিল্যান্সার ও তাঁর বান্ধবীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা–পয়সা ছিনিয়ে নেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ভুক্তভোগীদের মারধর করেন এবং বাসার বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা ওই ফ্রিল্যান্সারের বান্ধবীর ব্যক্তিগত ছবি ও ভিডিওধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

আরএমপির মুখপাত্র আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ফ্রিল্যান্সার কৌশলে তাঁর সহকর্মীর মাধ্যমে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে নগরের শাহমখদুম থানায় মামলা হলে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত