Ajker Patrika
হোম > অপরাধ > রংপুর

মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মামলায় সাক্ষী আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা গেছে, উপজেলার ময়মন্তপুর গ্রামের রফিকুল ইসলামের কেনা জমি তোফাজ্জল হোসেন তাঁর দুই ছেলেসহ অন্যান্য সহযোগীরা জোর করে দখল করার চেষ্টা করেন। রফিকুল ইসলাম এই ঘটনায় বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলা তাঁর এক স্বজন আমিনুল ইসলাম সাক্ষী হন। মামলার সাক্ষী হওয়ার কারণে ১৬ আগস্ট আমিনুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। 

এদিকে আমিনুল হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর বাড়িতে ঢুকে স্ত্রীকে আসামিরা শ্লীলতাহানি করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে তোফাজ্জল হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, এ বিষয়ে মুনজুয়ারা আক্তার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তোলা হচ্ছে বাঁধের পাশের বালু

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা আমজাদ কারাগারে

থানা থেকে ব্যাটারি চুরি, এসপির কাছে অভিযোগ

দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে: দুদক চেয়ারম্যান

সংস্কারের নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা

সরকারি হাসপাতালে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ

১৪ মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও

স্কুলমাঠ দখল করে হাট, পাঠদানে বিঘ্ন

যৌন হয়রানি নিয়ে প্রক্টরের বক্তব্যে শিক্ষার্থীদের ক্ষোভ

রোকেয়া বিশ্ববিদ্যালয়: শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, ফল জালিয়াতির অভিযোগ