সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারিকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর ধারা ১১ (১) অনুসারে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মেডিসিনের অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারিকে চার বছর মেয়াদে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিধি অনুযায়ী, উপাচার্য পদে অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হওয়ার পাশাপাশি পদসংশ্লিষ্ট অন্য সব সুবিধা ভোগ করবেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর ১২ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।