ঢাকা: ২০২০-২১ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা কাল দুপুর ১২টা থেকে আগামী ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে প্রাথমিক আবেদন শেষে ১৩ জুলাই ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৭ আগস্ট লালমনিরহাটের বিমানবাহিনী সিঅ্যান্ডএম ইউনিট এবং বিএএফ শাহীন কলেজের ঢাকা, চট্টগ্রাম, যশোর শাখায় এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে টেলিটক অপারেটরের মাধ্যমে চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র বাবদ ৫৫০ টাকা পাঠাতে হবে।