Ajker Patrika

কানাডায় সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তি

শিক্ষা ডেস্ক
টরন্টো বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
টরন্টো বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে কানাডা অন্যতম একটি গন্তব্য। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী দেশটিতে পড়তে আসেন। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত ইউরোপের এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। আসিয়ান বৃত্তি সে রকমই একটি বৃত্তি। দেশটির সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেওয়া যাবে।

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তির জন্য অর্থায়ন করবে দেশটির সরকার। এই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সব ধরনের টিউশন ফি পরিশোধ করা হবে। জীবনযাত্রার খরচের জন্য থাকছে মাসিক ভাতা। কানাডায় রাউন্ড-ট্রিপ ফ্লাইটের ব্যবস্থা, স্বাস্থ্যবিমা কভারেজ, আবাসন ব্যবস্থাসহ দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণায় অংশ নেওয়া যাবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

পরিবেশ বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান, ব্যবসা এবং অর্থনীতি, জনস্বাস্থ্য, কৃষি, নবায়নযোগ্য শক্তি, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্ক।

অংশগ্রহণকারী কানাডিয়ান বিশ্ববিদ্যালয়সমূহ

সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। এগুলো হলো: টরন্টো বিশ্ববিদ্যালয়, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, আলবার্টা বিশ্ববিদ্যালয়, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, ডালহৌসি বিশ্ববিদ্যালয়, সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

অনলাইন আবেদনপত্র, পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, গবেষণা প্রস্তাব, নিজ দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র, প্রয়োজনে ফরাসি বা ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট, আপডেট সিভি বা জীবনবৃত্তান্ত, ব্যক্তিগত বিবৃতি ও সুপারিশপত্র।

আবেদনের যোগ্যতা

আসিয়ান সদস্য দেশগুলো যেমন—ব্রুনাই, দারুসসালাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম। আবেদনকারীদের নেতৃত্বের সম্ভাবনা এবং চমৎকার একাডেমিক পারফরম্যান্স উভয়ই প্রদর্শন করতে হবে। প্রার্থীদের কানাডার নাগরিকত্ব থাকা যাবে না। শিক্ষার্থীদের অবশ্যই ফরাসি বা ইংরেজিতে যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত