হোম > শিক্ষা

ইন্দোনেশিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

সাব্বির হোসেন

ইন্দোনেশিয়া উচ্চশিক্ষার জন্য একটি আদর্শ গন্তব্য। যেখানে বিশ্বমানের একাডেমিক সুযোগ, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং আর্থিক সহায়তা একত্রে পাওয়া যায়। ইউনিভার্সিটাস ইসলাম ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার (ইউআইআইআই) মতো প্রতিষ্ঠান ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গভীর গবেষণার সুযোগ দেয়, যা আধুনিক কারিকুলাম এবং আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষকমণ্ডলীর সহায়তায় সমৃদ্ধ।

এখানে পড়াশোনা শুধু ডিগ্রি অর্জনই নয়, বরং বহুভাষিক ও বহুধর্মীয় সমাজে বসবাসের অভিজ্ঞতা। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, থাকা-খাওয়া, ভিসার খরচ এবং বিমান টিকিটের ব্যবস্থা শিক্ষার্থীদের আর্থিক চাপ কমায়। পাশাপাশি, দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষা ও পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার এই সুযোগ থাকবে যা ক্যারিয়ারকে করে তুলবে বৈশ্বিক।

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • ইকোনমি ক্লাসে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যাওয়া-আসার ফ্লাইট টিকিট।
  • মাসিক লিভিং অ্যালাউন্স (বৃত্তি ভেদে ১০-১৫ লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া)।
  • ভিসাপ্রক্রিয়ায় আর্থিক সহায়তা।

যেসব বিষয় আবেদন করা যাবে

  • মাস্টার্স প্রোগ্রাম: ইসলামিক স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স।
  • ডক্টরাল প্রোগ্রাম: ইসলামিক ল’ অ্যান্ড সোসাইটি, জেন্ডার স্টাডিজ, কনফ্লিক্ট রেজল্যুশন।
  • ডুয়াল ডিগ্রি: ইউকে (এডিনবার্গ, ডান্ডি), অস্ট্রেলিয়ার (ডিকিন ইউনিভার্সিটি) সঙ্গে যৌথ প্রোগ্রাম।

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশি নাগরিকত্ব।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (GPA ন্যূনতম ৩.০০/৪.০০)।
  • অন্য কোনো ডিগ্রি কোর্সে চলমান না থাকা।
  • অন্য প্রতিষ্ঠান থেকে বৃত্তি না নেওয়া (বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে)।

বয়সসীমা

  • মাস্টার্স ও ডুয়াল ডিগ্রি: সর্বোচ্চ ৩৫ বছর (৩১ মার্চ ২০২৫ পর্যন্ত)।
  • ডক্টরাল ও LPDP স্কলারশিপ: সর্বোচ্চ ৪০ বছর।

ইংরেজি ভাষার দক্ষতা

  • মাস্টার্স: আইইএলটিএস ৬.৫/টোফেল iBT ৮০/পিটিই ৫৮
  • ডক্টরাল: আইইএলটিএস ৭.০/টোফেল iBT ৯৪/পিটিই ৬৫

প্রয়োজনীয় নথি

  • একাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র (নোটারাইজড)
  • ইংরেজি ভাষার প্রমাণপত্র (IELTS/TOEFL/PTE স্কোর)
  • উদ্দেশ্যমূলক স্টেটমেন্ট (SOP)
  • দুইটি রেকমেন্ডেশন লেটার (অ্যাকাডেমিক/প্রফেশনাল)
  • পাসপোর্টের কপি (ন্যূনতম ১৮ মাস মেয়াদ)

আবেদনপ্রক্রিয়া

  • অনলাইন ফরম পূরণ
  • ডকুমেন্ট আপলোড (PDF/JPEG ফরম্যাটে)।
  • প্রশাসনিক যাচাই ও ডেস্ক রিভিউ (৩-৪ সপ্তাহ)।
  • ভর্তি পরীক্ষা ও ভার্চুয়াল ইন্টারভিউ।
  • চূড়ান্ত নির্বাচিতদের অভ্যর্থনাপত্র (LoA) ইস্যু।

আবেদনের সময়সীমা: ৩১ মার্চ ২০২৫।

ডাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে স্মারকলিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগ অ্যালামনাই পুনর্মিলনী

বিশ্ববিদ্যালয়জীবন থেকেই হতে পারে গবেষণার হাতেখড়ি

ক্যাম্পাসে যেভাবে কাটল ঈদের দিন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ ২০২৫-২৬

দুই যুগে পদার্পণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

বিদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্বপ্নপূরণের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

ঈদে অবলা প্রাণীদের বন্ধু মিশকাত

দুই ভিসির ‘অনিয়মের পথে’ নতুন ভিসি

বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য বিদেশে স্নাতকোত্তর, কোন কোর্স কোথায় পড়বেন