Ajker Patrika
হোম > শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ: ভর্তিযোগ্য শিক্ষার্থী ২৪১

ঢাবি প্রতিনিধি

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ: ভর্তিযোগ্য শিক্ষার্থী ২৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ২৪১ জন। 

এই অনুষদে প্রথম হয়েছেন ফারিয়া নওশীন আহমেদ আপন। তিনি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাঁর সর্বমোট স্কোর ১০০ দশমিক ৫। ৯৮ দশমিক ৯৪ স্কোর পেয়ে দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরীপুর কলেজের ঐশী রাণী মণ্ডল। তৃতীয় হয়েছেন মো. ফরহাদ আলী। তিনি নবাবগঞ্জের শাহ নেয়ামতউল্লাহ কলেজের শিক্ষার্থী। তিনি সর্বমোট নম্বর পেয়েছেন ৯৮ দশমিক ৮৪। 

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে নিজ প্রোফাইলে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে একই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে। ফলাফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে তা নিরীক্ষার জন্য ফি দেওয়া সাপেক্ষে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত চারুকলা অনুষদের ডিন কার্যালয়ে জমা দিতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://admission.eis.du.ac.bd মাধ্যমে ড্যাশবোর্ডে প্রয়োজনীয় তথ্য দিয়ে অথবা রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক নম্বর থেকে DU CHA টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। 

ফলাফল প্রকাশকালে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, গত ১৭ জুন (সাধারণ জ্ঞান) ও ২ জুলাই (অঙ্কন) অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ১৫৬ জন।

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

সাত কলেজ পরিচালিত হবে যেভাবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

কানাডায় সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তি

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আজ থেকে টানা ৪০ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে