হোম > শিক্ষা

টাইমস হায়ার এডুকেশনের তালিকায় আইইউবি

বিজ্ঞপ্তি  

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংস ২০২৫-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে। আইইউবি বৈশ্বিকভাবে ৪০১-৫০০ ক্যাটাগরিতে স্থান পেয়েছে এবং দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে পঞ্চম স্থানে।

টিএইচইয়ের এই র‍্যাঙ্কিং ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে তিনটি প্রধান স্তম্ভে মূল্যায়ন করে: ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (প্রাতিষ্ঠানিক সহায়তা) এবং আউটপুট (গবেষণার গুণগত মান ও পরিচিতি)। এবারের র‍্যাঙ্কিংয়ে বৈশ্বিক তালিকায় শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

টিএইচইয়ের মূল্যায়ন পদ্ধতিতে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচনা করা হয়। এ জন্য ১৫ দশমিক ৭ কোটি সাইটেশন, ১ দশমিক ৮ কোটি গবেষণা প্রকাশনা এবং বিশ্বব্যাপী ২০ হাজারের বেশি শিক্ষাবিদের মাঝে চালানো জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়।

আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, ‘এই স্বীকৃতি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার প্রতি আইইউবির প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। এ অর্জন বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সাহস জোগাচ্ছে এবং আমরা বৈশ্বিক পর্যায়ে অবদান রাখার প্রেরণা পাচ্ছি।’

টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

ঢাকার ৭ কলেজের বিশ্ববিদ্যালয়টি যেভাবে পরিচালিত হবে

সাত কলেজ নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু

আইইএলটিএস লিসনিং (পর্ব-৭.২)

বৃত্তি দিচ্ছে নেদারল্যান্ডসের টোয়েন্টি বিশ্ববিদ্যালয়

একটি আদর্শ ছাত্রজীবন যেমন হবে

উজ্জ্বল ক্যারিয়ারের দুয়ার খুলছে ইউসিএসআই ইউনিভার্সিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রীতির ইফতার