Ajker Patrika

একটি আদর্শ ছাত্রজীবন যেমন হবে

ড. এস এম রাশিদুল হাসান
ছবি: মাহতাব হোসেন
ছবি: মাহতাব হোসেন

ছাত্রজীবন শুধু শিক্ষার জন্যই নয়; বরং এটি ব্যক্তির সামগ্রিক ভিত্তি গড়ে তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ের সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা ভবিষ্যতের সফলতা নিশ্চিত করতে পারে। তবে সঠিক পথে চলার জন্য কিছু করণীয় ও বর্জনীয় দিক অনুসরণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়েই পরামর্শ দিয়েছেন মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম রাশিদুল হাসান

আমরা সবাই জানি সময়নিষ্ঠ হওয়া একজনের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ! তবুও অনেকেই তা মেনে চলতে পারে না। যদি সাধারণভাবে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়, তাহলে প্রথম ভাগে থাকবে তারা, যারা নিজেদের জীবনের লক্ষ্য-উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারে এবং সে অনুযায়ী পরিকল্পনা করে। অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির মানুষেরা নিজেদের লক্ষ্য সম্পর্কে উদাসীন। তারা সময়ের স্রোতে গড্ডলিকা প্রবাহের মতো নিজেকে ভাসিয়ে দেয়। নিঃসন্দেহে প্রথম শ্রেণির মানুষ সময়ের ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীল ও সচেতন হয়। কারণ তারা শুধু ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’—এ কথাটি জানে না; বরং তা মেনে চলে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সময়ানুবর্তিতাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নেয়।

ভালো সঙ্গী বাছাই করতে হবে

‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’—ইরানের বিখ্যাত মনীষী শেখ সাদী (রহ.) যথার্থই বলেছিলেন। বর্তমান সময়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি। বন্ধু নির্বাচনের ওপর আপনার জীবনের অনেক বড় একটি অংশ নির্ভর করে। ভালো বন্ধু আপনার জীবনকে সুখে সাজিয়ে দেবে। জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে আপনি কাদের নির্বাচণ করবেন? নিশ্চয়ই সামঞ্জস্যপূর্ণ মানুষদের। কারণ তারা আপনাকে সাহায্য করবে সৎ পরামর্শ ও সহায়তার মাধ্যমে।

পেশাভিত্তিক শিক্ষা নির্বাচন

অধিকাংশ শিক্ষার্থী এসএসসি বা এইচএসসি পাস করার পর হয় ডিপ্লোমা অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এখানে অনেক ক্ষেত্রেই নিজের পছন্দের বিষয়ে ভর্তি হওয়া সম্ভব হয়ে ওঠে না। এতে করে তাদের অনেকেই হতাশা নিয়ে শুরু থেকেই পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। আবার পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়েও অনেকে বিপথগামী হয়। তবে যে যে বিষয়েই পড়াশোনা করুক না কেন, সে বিষয়ের ওপর পূর্ণ দক্ষতা অর্জন করতে পারলে ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

ভবিষ্যৎ পৃথিবী সফট স্কিলের ওপর অতিনির্ভরশীল হয়ে পড়বে। নিকট-অতীত ও বর্তমান বিশ্বের অগ্রগতির ধারা সেদিককেই নির্দেশ করে। তাই বিশ্ববিদ্যালয় বা গতানুগতিক শিক্ষার বাইরেও আইসিটি, কম্পিউটার প্রোগ্রামিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর শিক্ষালাভ করতে পারেন।

সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ

খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে। অতিরিক্ত কার্যক্রম শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক। এটি তাদের নেতৃত্বের গুণাবলি এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।

অতিরিক্ত বই পড়া

বিভিন্ন ধরনের বই পড়া, যেমন সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি। শুধু পাঠ্যবই পড়া এবং অন্যান্য বইকে উপেক্ষা করলে হবে না। কেননা, স্কুল বইয়ের বাইরের বই পড়া শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করে, ভাষার দক্ষতা উন্নত করে এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে প্রখর করে।

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি

নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, পর্যাপ্ত ঘুমানো এবং মানসিক স্বাস্থ্যের জন্য মেডিটেশন বা যোগব্যায়াম করা অতীব জরুরি।

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত