বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী বৃহস্পতিবার থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ডিন পরিষদের এক জরুরি সভায় প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভার্চুয়াল পদ্ধতিতে ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুম লিংক ব্যবহার করে শিক্ষার্থীদের অনুষদীয় ওরিয়েন্টেশন ও অনলাইনে ক্লাসের রুটিন প্রদান করবে।
এ ছাড়া সার্বিক সকল নির্দেশনা ওই জুম লিংকে দেওয়া হবে।