২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
গত রোববার (১৩ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন ফিশারিজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দুই বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স কোর্স শিক্ষাক্রমে অনলাইনে ভর্তির বর্ধিত সময় পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।